সুমিত্রা মুখোপাধ্যায়

তবু মনে রেখো

          তবু     মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
              যদি    থাকি কাছাকাছি,
          দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--
                   তবু    মনে রেখো।
          যদি   জল আসে আঁখিপাতে,
     এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
                   তবু    মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে--  মনে রেখো।
              যদি     পড়িয়া মনে
          ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে--
                   তবু    মনে রেখো।

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1294

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

সুমিত্রা মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন