বেদানা দাসী

আজ তোমারে দেখতে

আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।
ভয় কোরো না, সুখে থাকো,    বেশিক্ষণ থাকব নাকো--
            এসেছি    দণ্ড-দুয়ের তরে॥
দেখব শুধু মুখখানি,    শুনাও যদি শুনব বাণী,
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1288

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

বেদানা দাসী - অন্যান্য নিবেদন