মোরে বারে বারে ফিরালে
                
                
          মোরে   বারে বারে ফিরালে।
     পূজাফুল না ফুটিল      দুখনিশা না ছুটিল,
                   না টুটিল আবরণ ॥
জীবন ভরি মাধুরী   কী শুভলগনে জাগিবে?
     নাথ ওহে নাথ, কবে লবে তনু মন ধন?।
  
                
            
           
                        
                
                    রাগ : নট-মল্লার
                    তাল : একতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1313
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1906
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1906