আরাত্রিকা ভট্টাচার্য্য

সখী, তোরা দেখে

সখী,    তোরা দেখে যা এবার এল সময়
     আর বিলম্ব নয়, নয়, নয়॥
          কাছে এল বেলা,    মরণ-বাঁচনেরই খেলা,
                   ঘুচিল সংশয়।
              আর বিলম্ব নয়।
          বাঁধন ছিড়ল তরী
হঠাৎ দখিন-হাওয়ায়-হাওয়ায়    পাল উঠিল ভরি।
     ঢেউ    ওঠে ওই খেপে,    ও তোর    হাল গেল যে কেঁপে,
              ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৪ অগ্রহায়ণ, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ ডিসেম্বর, ১৯৩৮

রচনাস্থান :

স্বরলিপিকার: ১০ ডিসেম্বর, ১৯৩৮

আরাত্রিকা ভট্টাচার্য্য - অন্যান্য নিবেদন