ফুল তুলিতে ভুল
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
বঁধু, তোমায় বাঁধব কিসে মধুর বাঁধনে॥
ভোলাব না মায়ার ছলে, রইব তোমার চরণতলে,
মোহের ছায়া ফেলব না মোর হাসি কাঁদনে॥
রইল শুধু বেদন-ভরা আশা, রইল শুধু প্রাণের নীরব ভাষা।
নিরাভরণ যদি থাকি চোখের কোণে চাইবে না কি--
যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে॥
রাগ : খাম্বাজ-বাউল
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1336
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929
রচনাস্থান :
স্বরলিপিকার: 1929