ফৌজিয়া হাসিন

গহন রাতে শ্রাবণধারা

গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,
     কেন গো মিছে জাগাবে ওরে॥
এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা
          জলের রেখা,
  না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে॥
নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে
     মনের কথা শয়নদ্বারে।
নাহয় রেখো মালতীকলি শিথিল কেশে
          নীরবে এসে,
নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।
     কেন গো মিছে জাগাবে ওরে॥

রাগ : দেশ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

ফৌজিয়া হাসিন - অন্যান্য নিবেদন