বীথিন বন্দোপাধ্যায়

স্বপনলোকের বিদেশিনীকে যেন

স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে
        কোন্‌ ভুলে যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলেখুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা পুলের          চিহ্ন দেখে॥
        বুঝি মনে তোমার আছে আশা
        কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।
দেখতে এলে করুণ বীণা--       বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা--    যায় কি সে ডেকে॥

রাগ : ইমন-পূরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

বীথিন বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন