বীথিন বন্দোপাধ্যায়

মম রুদ্ধমুকুলদলে এসো

মম      রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,
মম      অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে॥
এই      মূল্যহারা মম শুক্তি,    এসো মুক্তাকণায় তুমি মুক্তি--
মম      মৌনী বীণার তারে এসো সঙ্গীতে॥
          নব অরুণের এসো আহ্বান,
          চিররজনীর হোক অবসান-- এসো।
এসো    শুভস্মিত শুকতারায়,    এসো    শিশির-অশ্রুধারায়,
          সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1340

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

বীথিন বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন