এখনো গেল না আঁধার
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।
এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা।
কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা,
ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা॥
এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া।
এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে,
চকিতে বিজলি আলো চোখেতে লাগাল ধাঁদা॥
রাগ : পিলু-বারোয়াঁ
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : মাঘ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1920
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1920