ও আমার চাঁদের
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
যে-গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো, বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল--
মর্মরিত মর্ম গো,
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥
রাগ : বেহাগ-খাম্বাজ-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৮ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১ ফেব্রুয়ারি, ১৯২৩