জয়তী চক্রবর্তী

ফাগুন, হাওয়ায় হাওয়ায়

ফাগুন,      হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
     তোমার   হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
আমার   আপনহারা প্রাণ   আমার   বাঁধন-ছেড়া প্রাণ॥
     তোমার   অশোকে কিংশুকে
     অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
     তোমার   ঝাউয়ের দোলে
     মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায়   তোমার   রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
     তোমার   প্রজাপতির পাখা
     আমার   আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
     তোমার   চাঁদের আলোয়
     মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥

রাগ : বাউল

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1337

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931

রচনাস্থান :

স্বরলিপিকার: 1931

জয়তী চক্রবর্তী - অন্যান্য নিবেদন