জয়তী চক্রবর্তী

সে আমার গোপন

সে আমার গোপন    কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে    নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্‌ লো তাই দেয় ইশারা    তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

জয়তী চক্রবর্তী - অন্যান্য নিবেদন