রেণুকা দাসগুপ্ত

বসন্তে-বসন্তে তোমার কবিরে

     বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক--
                   যায় যদি সে যাক॥
রইল তাহার বাণী   রইল ভরা সুরে,   রইবে না সে দূরে--
     হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্‌॥
                   ছন্দ তাহার রইবে বেঁচে
              কিশলয়ের নবীন নাচে নেচে নেচে॥
তারে   তোমার বীণা যায় না যেন ভুলে,
              তোমার ফুলে ফুলে
                   মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্‌॥

রাগ : রামকেলী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1337

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931

রচনাস্থান :

স্বরলিপিকার: 1931

রেণুকা দাসগুপ্ত - অন্যান্য নিবেদন