সায়ন সেনগুপ্ত

পুব-হাওয়াতে দেয় দোলা

পুব-হাওয়াতে দেয় দোলা আজ   মরি মরি।
হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী॥
পথ চেয়ে তাই একলা ঘাটে   বিনা কাজে সময় কাটে,
পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী॥
ব্যথা আমার কূল মানে না,   বাধা মানে না।
পরান আমার ঘুম জানে না,   জাগা জানে না।
মিলবে যে আজ অকুল-পানে   তোমার গানে আমার গানে,
ভেসে যাবে রসের বানে   আজ বিভাবরী॥

রাগ : কাফি-কানাড়া

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

সায়ন সেনগুপ্ত - অন্যান্য নিবেদন