দেবপ্রিয়া চক্রবর্তী

গানের ভেলায় বেলা

     গানের ভেলায়    বেলা অবেলায়    প্রাণের আশা
              ভোলা মনের স্রোতে ভাসা ॥
          কোথায় জানি ধায় সে বাণী,    দিনের শেষে
              কোন ঘাটে যে ঠেকে এসে    চিরকালের কাঁদা-হাসা ॥
     এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে।
     পালের হাওয়ার ভরসা তোমার-- করিস নে ভয়
              পথের কড়ি না যদি রয়,    সঙ্গে আছে বাঁধন-নাশা ॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩১ জ্যৈষ্ঠ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ জুন, ১৯২৫

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৪ জুন, ১৯২৫

দেবপ্রিয়া চক্রবর্তী - অন্যান্য নিবেদন