বিজয়া চৌধুরী

এসো এসো ওগো

এসো এসো  ওগো শ্যামছায়াঘন দিন,  এসো এসো।
    আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
           বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি      চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে       কিশলয়মর্মরগীতে--
মঞ্জীর বাজুক রিন্‌-রিন্‌-রিন্‌-রিন্‌॥
নৃত্যতরঙ্গিত তটিনী     বর্ষণনন্দিত নটিনী--আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া        কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে    ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন্‌-ঝিন্‌-ইন॥

রাগ : কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৬ ভাদ্র, ১৩৪৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ সেপ্টেম্বর, ১৯৪০

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১ সেপ্টেম্বর, ১৯৪০

বিজয়া চৌধুরী - অন্যান্য নিবেদন