এবার এল সময়
এবার এল সময় রে তোর শুক্নো-পাতা-ঝরা--
যায় বেলা যায়, রৌদ্র হল খরা ॥
অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে
অকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।
স্তব্ধ বিজন ছায়াবীথি
বনের-ব্যথা-ভরা ॥
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে--
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।
যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
কোন্কালে সে পারে গেল সুদূর নদীকূলে।
রইল রে তোর অসীম আকাশ,
অবাধপ্রসার ধরা ॥
রাগ : মূলতান
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৩ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ) : ৬ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ৬ এপ্রিল, ১৯২৬