সঞ্জয় গঙ্গোপাধ্যায়

পাখি বলে, 'চাঁপা,

     পাখি বলে, 'চাঁপা, আমারে কও,
     কেন তুমি হেন নীরবে রও।
প্রাণ ভরে আমি গাহি যে গান
সারা প্রভাতেরই সুরের দান,
     সে কি তুমি তব হৃদয়ে লও।
     কেন তুমি তবে নীরবে রও।'
চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,
যে আমারই পাওয়া শুনিতে পায়
     নহ নহ পাখি, সে তুমি নও।'
     পাখি বলে, 'চাঁপা আমারে কও,
     কেন তুমি হেন গোপনে রও।
ফাগুনের প্রাতে উতলা বায়
উড়ে যেতে সে যে ডাকিয়া যায়,
     সে কি তুমি তব হৃদয়ে লও।
     কেন তুমি তবে গোপনে রও।'
চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,
যে আমারই ওড়া দেখিতে পায়
     নহ নহ পাখি, সে তুমি নও।'

রাগ : রামকেলী

তাল : ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ মার্চ, ১৯২৩

রচনাস্থান : করাচি

স্বরলিপিকার: ২৬ মার্চ, ১৯২৩

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন