সঞ্জয় গঙ্গোপাধ্যায়

কাল রাতের বেলা

     কাল    রাতের বেলা গান এল মোর মনে,
          তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব'লে    কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে    উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে--
              তখন তুমি ছিলে না মোর সনে॥
          ভেবেছিলেম আজকে সকাল হলে
          সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে    পাখির গানে আকাশ গেল পুরে,
সেই কথাটি লাগল না সেই সুরে    যতই প্রয়াস করি পরানপণে--
              যখন তুমি আছ আমার সনে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ) : অক্টোবর, ১৯১৫

রচনাস্থান :

স্বরলিপিকার: অক্টোবর, ১৯১৫

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন