সঞ্জয় গঙ্গোপাধ্যায়

আলোর অমল কমলখানি

আলোর অমল কমলখানি কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে॥
     আমার মনের ভাব্‌নাগুলি   বাহির হল পাখা তুলি,
              ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
শরতবাণীর বীণা বাজে কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
     তাই তো বাতাস বেড়ায় মেতে   কচি ধানের সবুজ ক্ষেতে,
              বনের প্রাণে মর্‌মরানির ঢেউ উঠালে॥

রাগ : রামকেলী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন