দেবব্রত বিশ্বাস

হৃদয় আমার নাচে

          হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
          শত বরনের ভাব-উচ্ছ্বাস   কলাপের মতো করেছে বিকাশ,
          আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো,  নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
          ঝরকে ঝরকে ঝরিছে বকুল,   আঁচল আকাশে হতেছে আকুল,
          উড়িয়া অলক ঢাকিছে পলক-- কবরী খসিয়া খুলিছে।
          ঝরে ঘনধারা নবপল্লবে,   কাঁপিছে কানন ঝিল্লির রবে--
          তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥

রাগ : ইমনকল্যাণ

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ জ্যৈষ্ঠ, ১৩০৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ জুন, ১৯০০

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: ২ জুন, ১৯০০

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন