দেবব্রত বিশ্বাস

কেন যে মন

কেন যে মন ভোলে আমার   মন জানে না।
তারে   মানা করে কে,   আমার   মন মানে না ॥
     কেউ বোঝে না তারে,   সে যে   বোঝে না আপ্‌নারে।
     সবাই   লজ্জা দিয়ে যায়,   সে তো   কানে আনে না ॥
তার   খেয়া গেল পারে,   সে যে   রইল নদীর ধারে।
     কাজ ক'রে সব সারা   ওই   এগিয়ে গেল কারা,
          আন্‌মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না ॥

রাগ : ইমন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1921

রচনাস্থান :

স্বরলিপিকার: 1921

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন