মাকসুরা আখতার অন্তরা

যদি হল যাবার

              যদি হল যাবার ক্ষণ
          তবে   যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে    স্বপন ভাসাই দূরের পানে
     মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন--
          সে মোর   শূন্য বাতায়ন॥
              বনের প্রান্তে ওই মালতীলতা
          করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরই ডালে আজ শ্রাবণের পাখি    স্মরণখানি আনবে না কি,
     আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন--
          আমাদের    বিরহ মিলন॥

রাগ : দেশ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

মাকসুরা আখতার অন্তরা - অন্যান্য নিবেদন