ব্রততী বন্দ্যোপাধ্যায়

অমন আড়াল দিয়ে

অমন    আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার   হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না।
         বিশ্বে তোমার লুকোচুরি,    দেশ-বিদেশে কতই ঘুরি,
এবার    বলো, আমার মনের কোণে    দেবে ধরা, ছলবে না॥
        জানি আমার কঠিন হৃদয়    চরণ রাখার যোগ্য সে নয়--
সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়    তবু কি প্রাণ গলবে না?
        নাহয় আমার নাই সাধনা--    ঝরলে তোমার কৃপার কণা
তখন   নিমেষে কি ফুটবে না ফুল,    চকিতে ফল ফলবে না॥

রাগ : আশাবরী-ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১১ ভাদ্র ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

ব্রততী বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন