দ্বিজেন মুখোপাধ্যায়

দূর রজনীর স্বপন

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥
হায় রে সে কাল হায় রে   কখন চলে যায় রে
আজ এ কালের মরীচিকায়   নতুন মায়ায় ভাসিতে॥
যে মহাকাল দিন ফুরালে   আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।
শুনিয়ে শেষের কথা সে   কাঁদিয়ে ছিল হতাশে,
তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো।
আমরা খেলা খেলেছিলেম,   আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম,   আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি   বৈতরণী পারায় নি--
নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।

রাগ : মিশ্র খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩০ বৈশাখ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৩ মে, ১৯২৭

রচনাস্থান : শিলং

স্বরলিপিকার: ১৩ মে, ১৯২৭

দ্বিজেন মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন