দ্বিজেন মুখোপাধ্যায়

মনোমন্দিরসুন্দরী

                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!
              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!
              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।

রাগ : কাফি

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1307

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1900

রচনাস্থান :

স্বরলিপিকার: 1900

দ্বিজেন মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন