অমৃতা দত্ত

মোরে ডাকি লয়ে যাও

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে
                   আজি এ মঙ্গলপ্রভাতে ॥
উদয়গিরি হতে উচ্চে কহো মোরে:  তিমির লয় হল দীপ্তিসাগরে--
স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে
                   সতেজ উন্নত শোভাতে ॥
বাহির করো তব পথের মাঝে,   বরণ করো মোরে তোমার কাজে।
নিবিড় আবরণ করো বিমোচন,  মুক্ত করো সব তুচ্ছ শোচন,
ধৌত করো মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল শুভ্ররোচন
                   নবীন নির্মল বিভাতে ॥

রাগ : ভৈরবী-কালাংড়া

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1308

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1902

রচনাস্থান :

স্বরলিপিকার: 1902

অমৃতা দত্ত - অন্যান্য নিবেদন