সত্যম দেবনাথ

ভালো যদি বাস সখী

            ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—
               কবির হৃদয় এই দিব উপহার ।।
          এত ভালোবাসা, সখী,   কোন্‌ হৃদে বলো দেখি—
            কোন্‌ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।।
          তা হলে এ হৃদিধামে  তোমারি তোমারি নামে
            বাজিবে মধুর স্বরে মরমবীণার তার ।
          যা-কিছু গাহিব গান  ধ্বনিবে তোমারি নাম—
            কী আছে কবির বলো, কী তোমারে দিব আর ।।

রাগ : মিশ্র পিলু

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন