সত্যম দেবনাথ

নিত্য নব সত্য তব

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?।
রয়েছি বসি দীর্ঘনিশি
চাহিয়া উদয়দিশি
ঊর্ধ্বমুখে করপুটে--
নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে ॥
কী দেখিব, কী জানিব,
না জানি সে কী আনন্দ--
নূতন আলোক আপন মনোমাঝে।
সে আলোকে মহাসুখে
আপন আলয়মুখে
চলে যাব গান গাহি--
কে রহিবে আর দূর পরবাসে ॥

রাগ : শুক্ল বিলাবল

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1301

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895

রচনাস্থান :

স্বরলিপিকার: 1895

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন