সত্যম দেবনাথ

আমার নিশীথরাতের বাদলধারা

আমার  নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার  স্বপনলোকে দিশাহারা ॥
ওগো    অন্ধকারের অন্তরধন,   দাও ঢেকে মোর পরান মন--
আমি    চাই নে তপন, চাই নে তারা ॥
যখন    সবাই মগন ঘুমের ঘোরে    নিয়ো গো, নিয়ো গো,
আমার  ঘুম নিয়ো গো হরণ করে।
     একলা ঘরে চুপ চুপে    এসো কেবল সুরের রূপে--
     দিয়ো গো, দিয়ো গো,
আমার  চোখের জলের দিয়ো সাড়া ॥

রাগ : বেহাগ

তাল : কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ) : অক্টোবর, ১৯১৫

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: অক্টোবর, ১৯১৫

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন