বুঝি এল, বুঝি এল
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ।
এবার ধর্ এবার ধর্ দেখি তোর গান॥
ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে--
দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান॥
রাগ : ইমন
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1318
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911
রচনাস্থান :
স্বরলিপিকার: 1911