সত্যম দেবনাথ

ওই রে তরী দিল খুলে

            ওই রে তরী দিল খুলে।
               তোর বোঝা কে নেবে তুলে।
            সামনে যখন যাবি ওরে,
            থাক্-না পিছন পিছে পড়ে— 
            পিঠে তার বইতে গেলে
               একলা প’ড়ে রইবি কূলে।
             ঘরের বোঝা টেনে টেনে
             পারের ঘাটে রাখলি এনে— 
             তাই যে তোরে বারে বারে
                ফিরতে হল গেলি ভুলে।
         ডাক্ রে অবার মাঝিরে ডাক্,
          বোঝা তোমার যাক ভেসে যাক— 
         জীবনখানি উজাড় ক’রে
               সঁপে দে তার চরণমূলে।।

রাগ : ভৈরবী

তাল : রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : তিনধরিয়া

স্বরলিপিকার: 1910

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন