তুমি আমাদের পিতা
তুমি আমাদের পিতা,
তোমায় পিতা ব'লে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ--
যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ।
তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো।
তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো।
তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার--
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার ॥
রাগ : কীর্তন
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1316
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910
রচনাস্থান :
স্বরলিপিকার: 1910