সত্যম দেবনাথ

হৃদয়বাসনা পূর্ণ হল

হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল, শুন সবে জগতজনে ॥
          কী হেরিনু শোভা, নিখিলভুবননাথ
           চিত্ত-মাঝে বসি স্থির আসনে ॥

রাগ : ভৈরবী

তাল : মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1305

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899

রচনাস্থান :

স্বরলিপিকার: 1899

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন