বর্ষ ওই গেল চলে
বর্ষ ওই গেল চলে।
কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে।।
শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে–
চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব'লে।।
অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে–
অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে।
স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ–
প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে।।
রাগ : পূরবী
তাল : আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882