কুমকুম

ওগো, তোমার চক্ষু

ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
          আমার  সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি॥
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
                   তোমায় প্রণাম শতবার॥
          আমি    তরুণ অরুণলেখা,
          আমি    বিমল জ্যোতির রেখা,
          আমি    নবীন শ্যামল মেঘে
                             প্রথম প্রসাদবৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
                   তোমায় প্রণাম শতবার॥

রাগ : পিলু-কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1340

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

কুমকুম - অন্যান্য নিবেদন