দিলীপ কুমার সেন

কেন রে এই

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
              জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়!
              জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে   কাটল তো দিন হেসে কেঁদে,
     এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
              জয় অজানার জয় ॥
          মরণকে তুই পর করেছিস ভাই,
              জীবন যে তোর তুচ্ছ হল তাই।
দু দিন দিয়ে ঘেরা ঘরে        তাইতে যদি এতই ধরে,
          চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
              জয় অজানার জয় ॥

রাগ : ভৈরবী-বাউল

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৮ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১ এপ্রিল, ১৯২৬

দিলীপ কুমার সেন - অন্যান্য নিবেদন