রাখো রাখো রে জীবনে
                
                
          রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে,
          প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে ॥
আলো জ্বালো হৃদয়দীপে             অতিনিভৃত অন্তরমাঝে,
          আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে ॥
  
                
            
           
                        
                
                    রাগ : শ্যাম কল্যাণ
                    তাল : ত্রিতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1316
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1910