সায়ন্তনী ত্বিষা

পথহারা তুমি পথিক

    পথহারা তুমি পথিক যেন গো    সুখের কাননে
                ওগো যাও, কোথা যাও।
    সুখে ঢলঢল বিবশ বিভল    পাগল নয়নে
                তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়,    কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো    মায়াপুরী-পানে ধাও--
        কোন্‌    মায়াপুরী পানে ধাও॥

রাগ : ইমনকল্যাণ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

সায়ন্তনী ত্বিষা - অন্যান্য নিবেদন