পৃথ্বীদেব ভট্টাচার্য

যে রাতে মোর

          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,
          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।
          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,
          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥

রাগ : বাগেশ্রী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৩ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৭ মার্চ, ১৯১৪

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৭ মার্চ, ১৯১৪

পৃথ্বীদেব ভট্টাচার্য - অন্যান্য নিবেদন