হে নবীনা, প্রতিদিনের পথের
হে নবীনা,
প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা॥
শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা॥
স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা।
কোন্ অলকার ফুলে মালা গাঁথ চুলে,
কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা॥
রাগ : ভৈরবী-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1340
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1934
রচনাস্থান :
স্বরলিপিকার: 1934