আলোক-চোরা লুকিয়ে এল
আলোক-চোরা লুকিয়ে এল ওই--
তিমিরজয়ী বীর, তোরা আজ কই।
এই কুয়াশা-জয়ের দীক্ষা কাহার কাছে লই॥
মলিন হল শুভ্র বরন, অরুণ-সোনা করল হরণ,
লজ্জা পেয়ে নীরব হল উষা জ্যোতির্ময়ী॥
সুপ্তিসাগরতীরে বেয়ে সে এসেছে মুখ ঢেকে,
অঙ্গে কালি মেখে।
রবির রশ্মি কই গো তোরা, কোথায় আঁধার-ছেদন ছোরা,
উদয়শৈলশৃঙ্গ হতে বল্ "মাভৈঃ মাভৈঃ'॥
রাগ : ভৈরবী
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1929