আনন্দ তুমি স্বামি
আনন্দ তুমি স্বামী, মঙ্গল তুমি,
তুমি হে মহাসুন্দর, জীবননাথ ॥
শোকে দুখে তোমারি বাণী জাগরণ দিবে আনি,
নাশিবে দারুণ অবসাদ ॥
চিত মন অর্পিনু তব পদপ্রান্তে--
শুভ্র শান্তিশতদল-পুণ্যমধু-পানে
চাহি আছে সেবক, তব সুদৃষ্টিপাতে
কবে হবে এ দুখরাত প্রভাত ॥
রাগ : ভৈরবী
তাল : সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1304
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1897
রচনাস্থান :
স্বরলিপিকার: 1897