প্রিয়ংবদা বন্দোপাধ্যায়

প্রাণে গান নাই

প্রাণে গান    নাই, মিছে তাই    ফিরিনু যে
          বাঁশিতে    সে গান খুঁজে।
প্রেমেরে   বিদায় ক'রে   দেশান্তরে
          বেলা যায়   কারে পূজে॥
বনে তোর   লাগাস আগুন,   তবে ফাগুন   কিসের তরে--
          বৃথা তোর    ভস্ম-'পরে   মরিস যুঝে ॥
ওরে, তোর   নিবিয়ে দিয়ে   ঘরের বাতি
          কী লাগি   ফিরিস পথে   দিবারাতি--
যে আলো   শতধারায়   আঁখিতারায়   পড়ে ঝ'রে
          তাহারে   কে পায় ওরে   নয়ন বুজে?।

রাগ : মিশ্র ছায়ানট

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৯ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান : কলকাতা

স্বরলিপিকার: ৯ এপ্রিল, ১৯১৪

প্রিয়ংবদা বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন