ভালোবাসি, ভালোবাসি
                
                
          ভালোবাসি, ভালোবাসি--
এই সুরে     কাছে দূরে     জলে স্থলে বাজায় বাঁশি॥
     আকাশে কার বুকের মাঝে      ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি     আঁখির জলে যায় ভাসি॥
     সেই সুরে সাগরকূলে     বাঁধন খুলে
          অতল রোদন উঠে দুলে।
     সেই সুরে বাজে মনে     অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥
  
                
            
           
                        
                
                    রাগ : খাম্বাজ
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1331
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1924