পৌলমী গঙ্গোপাধ্যায়

গোপন কথাটি রবে

গোপন কথাটি রবে না গোপনে,
    উঠিল ফুটিয়া নীরব নয়নে।
        না না না,    রবে না গোপনে॥
                বিভল হাসিতে
                বাজিল বাঁশিতে,
        স্ফুরিল অধরে নিভৃত স্বপনে--
            না না না,     রবে না গোপনে॥
    মধুপ গুঞ্জরিল,
মধুর বেদনায় আলোক-পিয়াসি
    অশোক মুঞ্জরিল।
            হৃদয়শতদল
                করিছে টলমল
    অরুণ প্রভাতে করুণ তপনে।
        না না না,    রবে না গোপনে॥

রাগ : কালাংড়া

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

পৌলমী গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন