মন্টা বাবু (M. N. Ghosh)

সারা বরষ দেখি

সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা?
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥
এলি কি পাষাণী ওরে।    দেখব তোরে আঁখি ভরে--
কিছুতেই থামে না যে মা,    পোড়া এ নয়নের ধারা॥

রাগ : কালাংড়া

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1288

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

মন্টা বাবু (M. N. Ghosh) - অন্যান্য নিবেদন