দীপঙ্কর সাহা

ন্যায় অন্যায় জানি নে

          ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
      শুধু তোমারে জানি
            ওগো সুন্দরী।
চাও কি প্রেমের চরম মূল্য-- দেব আনি,
      দেব আনি ওগো সুন্দরী।
প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,
      নেবে মোর প্রাণঋণ--
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
      বাঁধা রব চিরদিন
            মরণডোরে।
কেমনে ছাড়িবে মোরে,
      ওগো সুন্দরী॥

রাগ : কাফি-মূলতান

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1939

দীপঙ্কর সাহা - অন্যান্য নিবেদন