বর্ণালী কর

দুখ দূর করিলে দরশন দিয়ে

              দুখ দূর করিলে,   দরশন দিয়ে মোহিলে প্রাণ।।
              সপ্ত লোক ভুলে শোক  তোমারে চাহিয়ে–
              কোথায় আছি আমি দীন    অতি দীন।।

রাগ : রামকেলী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1295

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

বর্ণালী কর - অন্যান্য নিবেদন