গোলাপ ফুল ফুটিয়ে আছে,
গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা ফুটিয়ে
ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, "হেথায় বেলা হোথায় আছে নলিনী --
ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব--
বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।'
রাগ : ভৈরবী
তাল : ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1285
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1878
রচনাস্থান :
স্বরলিপিকার: 1878